বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলা সময়ের দাবি। শুরু হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের কর্মযজ্ঞ। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানবসম্পদই হবে বেশি মূল্যবান। চতুর্থ শিল্পবিপ্লব পুরো জীবনব্যবস্থাকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি এবং সমাজের সর্ম্পকের বৃহত্তর রূপান্তর হতে পারে। প্রতিনিয়ত ডিজিটালাইজেশনের রূপান্তরের সাথে খাপ খাওয়াতে না পারলে ৪র্থ শিল্প বিপ্লবের সুফল পাওয়া মোটেই সম্ভব হবে না। আগামীর পৃথিবীটি হবে জ্ঞানভিত্তিক প্রজন্মের পৃথিবী, তাই সেই সময়ের জন্য প্রস্তুতি নেয়ার এখনই সময়। বিপ্লবের সুফল পেতে বাংলাদেশ সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ১২ ডিসেম্বর ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়ার মাধ্যমে আমাদের এ নতুন বিপ্লবে শামিল হওয়ার সুযোগ করে দেন। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।
বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষামন্ত্রণালয় শিক্ষার গুণগত মান
উন্নয়ন, ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ২০৪১
সালের মধ্যে উন্নত স্মার্ট রাষ্ট্রে উন্নীতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছ। প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনই আমাদের অভীষ্ঠ লক্ষ্য।
প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ডায়ানামিক ওয়েবসাইটের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদানের সরকারি নির্দেশনা অনুসারে গুরুদয়াল সরকারি কলেজের সকল কার্যক্রম, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের যাবতীয় তথ্যাদি কলেজ ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে। শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ের পাঠ পরিকল্পনা, অ্যাসাইনমেন্ট তৈরী ও জমাদান এবং প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করছেন৷ এছাড়া প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারণ নোটিশ, পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। কলেজের নিজস্ব ফেইসবুক পেইজ ও ডায়ানামিক ওয়েবসাইটটি তরুণ প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি ব্যবহারে এবং জ্ঞানার্জনে অধিকতর আগ্রহী করে তুলবে এবং তাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে- এই প্রত্যাশা করছি।
আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য স্বাগত জানাচ্ছি।
প্রফেসর আ. ন. ম. মুশতাকুর রহমান
অধ্যক্ষ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।